তেওতার জমিদার কিরন শংকর রায় এই ঐতিহাসিক জমিদার বাড়ীর জমিদার ছিলেন । তিনি ভারত বর্ষের হোম মিনিষ্টার ছিলেন । তার এই জমিদার বাড়ীটি ভারতের আগ্রার তাজমহলের ন্যায় কারু কার্য করা। এখানে যে নবরত্ন মঠটি আছে তা যে কোন মানুষকেই অবাক করে দিব। তাই আপনাদেরকে এই সৌন্দর্য ময় জমিদার বাড়ীটি পরিদশর্নন করার জন্য স্বাগতম জানাচ্ছি।
পদ্মা নদীর কোল ঘেষে কালের স্বাক্ষী বহন করে আসছে তেওতা জমিদার বাড়ী। এখানেবসবাস করতেন বিদ্রোহী কবি কাজী নজরুলের ইসলামের সহধর্মীনি প্রমিলা দেবী।বহু ইতিহাস বহন করে আসছে এই জমিদার বাড়ী। বহু দিন অতিবাহিত হওয়ার পরওজড়াজীর্ন হয়ে দাড়িয়ে আছে তেওতা জমিদার বাড়ী। ঢাকা-আরিচা মহাসড়কের শেষপ্রান্ত আরিচা ঘাট থেকে রিক্সা যোগে যাওয়া যয় এই জমিদার বাড়িতে।বাংলাঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছরে এই উপজেলা সাজে নতুন সাজে বিভিন্নঅনুষ্ঠানের প্রস্তুতী নেয় এই এলাকার সর্বস্তরের জনগন তারা সাদর সম্ভাসনেআমন্ত্রন জানিয়ে পালিতকরে নববর্ষ বর্ষ বরন অনুষ্ঠানে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস