যে সকল সেবা ১নং তেওতা ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে প্রদান করা হয়।
১। অনলাইনে পাসপোর্টের আবেদন ও ব্যাংক ড্রাফট।
২। অনলাইনে মিটারের আবেদন।
৩। কম্পিউটার কম্পোজ।
৪। অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য।
৫। প্রিন্টিং।
৬। সরকারি ফরম।
৭। ফটোকপি।
৮। পরীক্ষার ফলাফল।
৯। লেমিনেটিং।
১০। মোবাইল ব্যাংকিং।
১১। যেকোন প্রতিষ্ঠানের অনলাইন ডেটা এন্ট্রি।
১২। জীবন বীমা সেবা।
১৩। ছবি তোলা।
১৪। কৃষি তথ্য/পরামর্শ।
১৫। ই-মেইল।
১৬। স্বাস্থ্য তথ্য/পরামর্শ।
১৭। ইন্টারনেট ব্রাউজিং।
১৮। শিক্ষা তথ্য।
১৯। ভিডিও কনফারেন্স।
২০। নাগরিক সেবা বিষয়ক তথ্য।
২১। প্রজেক্টর ভাড়া।
২২। অকৃষি উদ্যোগ বিষয়ক তথ্য।
২৩। কম্পিউটার প্রশিক্ষণ।
২৪। চাকুরি তথ্য।
২৫। স্ক্যানিং।
২৬। NID কার্ড সংশোধন ও স্থানন্তরের আবেদন ফরম।
২৭। NID কার্ড সংশোধন ফিস গ্রহণ।
২৮। অনলাইন ভোটার তথ্য বিবরনী।
২৯। ই-টিন সর্টিফিকেট।
৩০। অনলাইনে জমির পর্চা উত্তোলন।
৩১। অনলাইনে জমির ম্যাপ উত্তোলন।
৩২। ভ্যাট নিবন্ধনের আবেদন।
৩৩। অনলাইন সকল কেনা কাটা।
৩৪। রকমারি ডট কমের সকল বই।
৩৫। ই-নামজারির অনলাইন আবেদন।
৩৬। সকল প্রকার ব্যাংকিং সেবা।
৩৭। ব্যাংক এশিয়ার যাবতীয় সেবা।
৩৮। ভিসা সংক্রান্ত তথ্য।
সেবা সমূহ:
◊প্রশিক্ষন।
◊ইন্টারনেট।
◊ফটোকপি।
◊ছবি তোলা প্রিন্টিং।
◊কম্পিউটার কম্পোজ।
◊বিভিন্ন সমস্যার সমাধান।
◊বিভিন্ন পন্যের বাজারদর।
◊মাল্টিমিডিয়া সুবিধা।
◊দৃর্যোগ ব্যবস্থাপনা।
সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
∆প্রশিক্ষন :
দিন যায় বৃদ্ধি পায় মানুষের বয়স।সেই সাথে বিস্তার লাভ করে কর্মক্ষেত্র, বিস্তার লাভ করার পাশাপাশি দরকার হয় নতুন নতুন বিষয়ের অভিজ্ঞতা, কাজের প্রয়োজনে সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য ইউআইএসসি সর্ব স্তরের জনসাধারনদের বিভিন্ন
বিষয়ের উপর প্রশিক্ষনের ব্যবস্থা করবে।
∆ইন্টারনেট :
ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়ে সুলভে ছাত্র/ছাত্রীদের ভর্তি,রেজাল্ট, চাকুরী প্রার্থীদের চাকুরীর সুবিধা সহ, ব্যবসায়ীদের জন্য বিভিন্ন স্থানের পন্যের দাম, এবং বিভিন্ন পেশা জীবিদের চিঠি আদান প্রদান, অল্প খরচে প্রবাশীদের/এদেশের অবস্থানরত লোকের সাথে ছবি দেখা এবং কথা বলা যাবে।
∆ফটোকপি: বিভিন্ন কাজগপত্রদ্বী ফটোকপি করা।
∆ছবি তোলা প্রিন্টিং: বিভিন্ন প্রয়োজনে সকল স্থরের মানুষদের ছবি তোলা সহ প্রিন্টি করা।
∆কম্পিউটার কম্পোজ: দলিল লেখন, বায়োডাটা,আবেদন ফরম সহ বিভিন্ন লেখনির কাজ কম্পোজ এবং প্রিন্টি।
∆বিভিন্ন সমস্যার সমাধান: কৃষি,স্বাস্থ্য,জীবন/জিবিকা, বিভিন্ন বিষয় বিত্তীক সমস্যার সমাধান।
∆মাল্টিমিডিয়া সুবিধা: মাল্টিমিয়ার মিডিয়ার সাহায্যে বিভিন্ন প্রশিক্ষন, সামাজিক উন্নয়ন মূলক ভিডিও শো পরিচালনা।∆দৃর্যোগ ব্যবস্থাপনা: দৃর্যোগ ঝুকিঁ নিরসনের জন্য কমিউনিটির মাধ্যমে দৃর্যোগ ঝুকিঁ নিরুপনের মাধ্যমে দৃর্যোগ ঝুকিঁ কমিযে আনান সুব্যবস্থা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস